বাংলাদেশ সফরকে সহজভাবে নিচ্ছে না কেমার রোচ

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২১ ১১:০৪:১৮

বাংলাদেশ সফরকে সহজভাবে নিচ্ছে না কেমার রোচ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ক্যারিবীয় দল এখন সাদা পোশাকে খেলার অপেক্ষায়। অতিথিদের টেস্ট দলটি এতটা অনভিজ্ঞ নয়। বেশ কিছুদিন ধরে তারা অনুশীলনও করছে। তারপরেও বাংলাদেশের কন্ডিশন তাদের কাছে কঠিন লাগছে। তাছাড়া এদেশের উইকেট যে স্পিন সহায়ক হবে তা সবার জানা। বিরূপ পরিবেশে পেসাররা থাকবেন অসহায়। কিন্তু উইন্ডিজ পেসার কেমার রোচের মতে, এই উইকেট কাজে লাগাতে জানলে পেসাররও সহায়তা পাবেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের রেকর্ড ভালো নয়। তারপর দলে নেই নিয়মিত অনেক ক্রিকেটার। সব মিলিয়ে একটু পিছিয়ে থেকেই টেস্ট সিরিজ শুরু করবে সফরকারীরা। কেমার রোচ বলেন, 'আমাদের ইতিবাচক থাকতে হবে এবং যতটা ভালোভাবে সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। ছেলেরা তিন সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে। একটা ভালো সংগ্রহ গড়তে এবং ম্যাচে ২০ উইকেট নিতে কী করতে হবে তা আমরা জানি।'

স্পিনের রাজ্যে এসে দলের পেসারদের উদ্দেশ্যে রোচ বলেন, 'পেসারদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে। গতি কিংবা সিম মুভমেন্টের জন্য সহায়ক হবে না পিচ। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে। ব্যাটসম্যানকে সামনের পায়ে চ্যালেঞ্জ জানাতে হবে। বাংলাদেশে সাফল্য পাওয়ার এটাই সবচেয়ে ভালো পথ। নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করতে হবে। বাংলাদেশের মিডল অর্ডারকে ভোগাতে যত তাড়াতাড়ি সম্ভব রিভার্স সুইং করানোর চেষ্টা করতে হবে।'

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ