প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২১ ০৫:৩৪:২৬
আন্তর্জাতিক ডেস্ক:
চলতি বছরের বেশিরভাগ সময়ই সীমান্ত দিয়ে অভিবাসী প্রবেশ বন্ধ রাখবে নিউজিল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। করোনাভাইরাসের মহামারির কারণেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জেসিন্ডা আর্ডার্ন বলেন, দুই মাসের বেশি সময় পর চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা এটাই প্রমাণ করেছে যে, দেশজুড়ে করোনার হুমকি এখনও আছে। সে কারণে এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।
আর্ডারন আরও জানান, তার সরকার এখনই সীমান্ত খুলবে না। গত বছরের মার্চ থেকেই সীমান্ত বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। বিশ্বের অনেক শক্তিশালী দেশও যখন করোনার সঙ্গে পেরে উঠছে না তখন নিউজিল্যান্ড প্রথম থেকেই করোনার বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে।
বিশেষ করে সীমান্ত বন্ধ রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান করা, লকডাউন জারিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে শুরু থেকেই নিউজিল্যান্ডে সংক্রমণ ও মৃত্যু ছিল একেবারেই কম।
কিন্তু গত দু'মাসের মধ্যে প্রথমবারের মতো কমিউনিটি সংক্রমণের কারণে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের উদ্দেশে জেসিন্ডা আর্ডার্ন বলেন, আমাদের চারপাশে করোনার কারণে যে হুমকি তৈরি হয়েছে সেসব কথা চিন্তা করে এ বছরের বেশিরভাগ সময়ই সীমান্ত বন্ধ রাখতে হবে বলে মনে করছি।
আর্ডার্ন জানিয়েছেন, সম্প্রতি ৫৬ বছর বয়সী ইউরোপ ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের ওপর পুনরায় কোয়ারেস্টাইন জারি করায় তিনি এর সমালোচনা করেছেন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯০ জন। এর মধ্যে মারা গেছে ২৫ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এখন সুস্থ। দেশটিতে সুস্থ হয়ে উঠেছে মোট ২ হাজার ২শ জন। অপরদিকে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫।
প্রজন্মনিউজ২৪/হাসান
আন্দোলন স্থগিত সাত কলেজের শিক্ষার্থীদের
আদলতের রায় অপরাধীকে পড়তে হবে বই
আর কত দিন অপেক্ষা করবো অনার্স শেষ করতে?
বিকেলে আবুল মকসুদের লাশ দাফন আজিমপুর কবরস্থানে
আমাকে বাঁচতে দাও, আমি বাংলা বলছি
লাদাখ ইস্যুতে নিয়ে মন্তব্য করায় চীনে জনপ্রিয় ব্লগার গ্রেপ্তার
সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন
সাত কলেজের শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ
মা কে নির্মম ভাবে খুন করলো সন্তান
চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন