প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২১ ০৫:০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েট পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে কর্মচারীরা তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করে আসছিলেন। এর জেরেই তাকে পদত্যাগ করতে হলো।
জুলি পায়েটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ নিয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও সম্পন্ন হয়। সেক্ষেত্রে পর্যালোচনার বিবরণগুলো নেতিবাচক হওয়ার জুলি তার পদ ছাড়লেন।
এর আগে গত বুধবার জুলি পায়েটের সঙ্গে দেখা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে পদত্যাগ করতে বলেন।
জুলির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন।
এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকারের প্রতিটি কর্মচারীর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে এবং আমরা এটিকে সর্বদা খুব গুরুত্ব সহকারে দেখবো।
কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েটের পদত্যাগের বিষয়টি কানাডার হেড অব স্টেট ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গভর্নর জেনারেল কানাডার হেড অব স্টেট ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে কানাডায় নিয়মতান্ত্রিক হেড অব স্টেটের দায়িত্ব পালন করেন মাত্র।
ট্রুডো আরও জানান, নতুন গভর্নর জেনারেলের জন্য সুপারিশগুলো যথাযথভাবে কানাডার হেড অব স্টেট রানির কাছে প্রেরণ করা হবে।
প্রজন্মনিউজ২৪/হাসান
সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন
বিবিএস উন্নয়নে কাজ করবে এনএসিএস
তালেবানকে বিশ্বাস নিয়ে আলোচনায় আসতে হবে: ন্যাটো
কানাডায় সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু
করোনার ভ্যাকসিন নিতে শুরু করেছেন ক্রিকেটাররা
টেক্সাসে শীতে মৃত্যু ২১, নেই বিদ্যুৎ
অতিরিক্ত তুষারপাতে যুক্তরাষ্ট্র ২১ জনের মৃত্যু
দেশের উপকারে পদত্যাগে প্রস্তুত ইসি মাহবুব তালুকদার