করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২১ ০২:৪৮:৩৮

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের নিয়ন্ত্রণে  আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  এসময় ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া টিকার ডোজ সরবরাহে ব্যর্থতার জন্য ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
 

যুক্তরাষ্ট্রজুড়ে করোনার টিকাদান চলছে, কিন্ত লক্ষ্যমাত্রা অর্জনের আগেই টিকার সংকট দেখা দিয়েছে দেশটিতে। বেশ কিছু অঙ্গরাজ্যে ভ্যাকসিনের সংকটের কথা জানিয়েছেন গভর্নররা। তবে ফেব্রুয়ারির মধ্যেই পর্যাপ্ত টিকা পাওয়ার আশা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র।

টিকার সংকটে পেড়েছে ইউরোপের দেশগুলোও। প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহে ব্যর্থতার জন্য ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার। ইউরোপের নাগরিকদের অধিকার রক্ষায় যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

যুক্তরাজ্যে পুরোদমে চলছে টিকাদান কর্মসূচি। প্রতিনিয়ত এর তদারকি করছেন খোদ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবারও লন্ডনের একটি টিকদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি। ভ্যাকসিনেশন ত্বরান্বিত করতে খোলা হয়েছে আরো বেশ কয়েকটি টিকাদান কেন্দ্র।

সার্বিয়াতেও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। করোনার ভ্যাকসিন নিতে ভিড় দেখা যায় বেলগ্রেডের একটি টিকাদান কেন্দ্রে।

এরমধ্যেই ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে মডার্নার ভ্যাকসিন কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা।

তবে শুধু ভ্যাকসিনের ওপর জোর দিলেই হবে না, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে, টিকা স্বল্পতার বিষয়ে সতর্ক করে সংস্থাটি জানিয়েছে মানুষের মাঝে এখনো ভয়াবহভাবে আক্রান্তের ঝুঁকি রয়েছে। 

প্রজন্মনিউজ২৪/হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ