জান্নাত এবং জাহান্নাম ওয়াজিবকারী ২ টি কাজ

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২১ ০৭:২০:৪৬

জান্নাত এবং জাহান্নাম ওয়াজিবকারী ২ টি কাজ

দুনিয়ায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম-আহকাম এবং তার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথ পরিপূর্ণভাবে অনুসরণ করবেন তারা জান্নাতে যাবেন। সেখানে তারা পরম শান্তিতে বসবাস করবেন। যার শুরু আছে, শেষ নেই। 
পক্ষান্তরে, যারা আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল (স.) এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন না তারা জাহান্নামে যাবেন। সেখানে জীবন্ত অবস্থায় তারা ভোগ করবেন চরম পীড়াদায়ক শাস্তি।
দুনিয়ার জীবন পরিচালনায় একজন মানুষ তার কর্মের মাধ্যমেই চির সুখের জান্নাত অথবা চির কষ্টের জাহান্নাম ওয়াজিব করে নেয়।আজ আমরা এমন দুটি কর্ম সম্পর্কে জানব, যার মাধ্যমে মানুষ তার  জান্নাত এবং জাহান্নাম আবশ্যক করে নেয়। এ সম্পর্কে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফে হযরত জাবের (রা) থেকে বর্ণিত আছে, এক বেদুঈন নবী (সা) এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! (জান্নাত ও জাহান্নাম) ওয়াজেবকারী কর্ম দুটি কি? রাসূল (সা) বললেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে যাবে।আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে সে জাহান্নামে প্রবেশ করবে।(মুসলিম ৯৩) 
আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে শিরক থেকে বিরত থেকে চির সুখের স্থান জান্নাত ওয়াজিব করার তাওফিক দান করুন।আমিন।। 
প্রজন্মনিউজ২৪/আববাস আলী খান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন