প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৫:৫০:৫৯
প্রথমে প্রেম প্রস্তাব, পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন স্থানে নিয়ে যুবতী কর্মচারিকে ধর্ষণের অভিযোগে একটি ওষুধ কারাখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।ওই নারী
শনিবার (২৩ জানুয়ারি) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ সড়ক মোড় এলাকার বাসা থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. আওলাদ হোসেন আরগান ফার্মাসিটিক্যাল কারখানার মালিক।
তিনি কোনাবাড়ী এলাকার আমবাগ সড়ক মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে ওই নারীকে নিয়োগ দেন আওলাদ হোসেন। পরে ওই নারীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন আওলাদ। গত কয়েক বছর যাবত একাধিক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন।
গত ২২ জানুয়ারি রনু মার্কেটের অফিসে ওই নারীকে ধর্ষণ করেন আওলাদ। এ ঘটনার পর থেকে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টির সুরহা না হওয়ায় থানায় আওলাদ হোসেনকে আসামি করে মামলা করেন ওই নারী। পরে পুলিশ আওলাদ হোসেনকে গ্রেফতার করে।
কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।
প্রজন্মনিউজ২৪/হারুন
ময়না তুমি আইও আমার বাড়িতে বইতে দেমু পিঁড়িতে
থাইল্যান্ড-মিয়ানমার হয়ে বাংলাদেশে ১০ কোটি টাকার মাদক ‘আইস’
নতুন অতিথি আসার সুখবর দিলেন শ্রেয়া ঘোষাল
জান্তাবিরোধী বিক্ষোভ: একদিনে নিহত ৩৮
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি আবস্থান, পলাতক প্রেমিক
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
সোশ্যাল মিডিয়ায় কোহলির মাইলফলক
আইএলডিসির এমডি পদ থেকে পদত্যাগ করছেন আরিফ খান