চীনে স্বর্ণখনিতে আটকেপড়া ১১ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৫:০৬:৩৮ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৫:০৬:৩৮

চীনে স্বর্ণখনিতে আটকেপড়া ১১ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে শানদং প্রদেশে স্বর্ণখনিতে গত ১০ জানুয়ারি এক বিস্ফোরণের পর আটকে পড়া ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার  করা হয়েছে।

রোববার সকালে এক উদ্ধার অভিযানে খনি থেকে বের করে আনা হয় তাদেরকে।  চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া ও সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

উদ্ধারের হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খনির দেয়ালে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয়েছে বের করার রাস্তা।

উদ্ধারকর্মীরা স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রথমে এক শ্রমিককে উদ্ধার করেন।  পরে বাকি ১০ জনকে একে একে বের করে আনা হয়।

গত ১০ জানুয়ারি খনির অভ্যন্তরে বিস্ফোরণের পর আটকে পড়ে ওই ২২ শ্রমিক। এক সপ্তাহ পর ১২ জনের সঙ্গে যোগাযোগে সক্ষম হয় উদ্ধারকারীরা। এদের মধ্যে মারা গেছেন একজন। বাকি ১০ জনের বিষয়ে এখনও কোনো খবর মিলেনি। এছাড়া জীবিতদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে।

ছয় শতাধিক উদ্ধারকর্তা রোববার খনিটির আরেক প্রান্তে আট থাকা ১০ জনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের সবার স্বাস্থ্য ভাল আছে এবং উদ্ধারকর্মীদের পাঠানো খাবারও তারা গ্রহণ করছে।

প্রজন্মনিউজ২৪/হাসান

এ সম্পর্কিত খবর

সিলেট নগরীর আইনশৃঙ্খলা মনিটরিং সিসি ক্যামেরার মাধ্যমে, উদ্বোধনকালে সিসিক মেয়র

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ