প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৫:০৬:৩৮ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৫:০৬:৩৮
আন্তর্জাতিক ডেস্ক:
চীনে শানদং প্রদেশে স্বর্ণখনিতে গত ১০ জানুয়ারি এক বিস্ফোরণের পর আটকে পড়া ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে এক উদ্ধার অভিযানে খনি থেকে বের করে আনা হয় তাদেরকে। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া ও সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
উদ্ধারের হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খনির দেয়ালে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয়েছে বের করার রাস্তা।
উদ্ধারকর্মীরা স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রথমে এক শ্রমিককে উদ্ধার করেন। পরে বাকি ১০ জনকে একে একে বের করে আনা হয়।
গত ১০ জানুয়ারি খনির অভ্যন্তরে বিস্ফোরণের পর আটকে পড়ে ওই ২২ শ্রমিক। এক সপ্তাহ পর ১২ জনের সঙ্গে যোগাযোগে সক্ষম হয় উদ্ধারকারীরা। এদের মধ্যে মারা গেছেন একজন। বাকি ১০ জনের বিষয়ে এখনও কোনো খবর মিলেনি। এছাড়া জীবিতদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে।
ছয় শতাধিক উদ্ধারকর্তা রোববার খনিটির আরেক প্রান্তে আট থাকা ১০ জনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের সবার স্বাস্থ্য ভাল আছে এবং উদ্ধারকর্মীদের পাঠানো খাবারও তারা গ্রহণ করছে।
প্রজন্মনিউজ২৪/হাসান
ময়না তুমি আইও আমার বাড়িতে বইতে দেমু পিঁড়িতে
থাইল্যান্ড-মিয়ানমার হয়ে বাংলাদেশে ১০ কোটি টাকার মাদক ‘আইস’
কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের মরদেহ
অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
উউঘুর মুসলমানদের বিচ্ছিন্ন করতে চীনের নতুন কৌশল!
ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত