প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৩:৩২:৪৪ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৩:৩২:৪৪
আন্তর্জাতিক ডেস্ক:
চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা সংকেত দিয়েছে কতৃপক্ষ। তবে কিচুক্ষণ পরেই সকর্কতা তুলে নিয়েছে চিলির সরকার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১ মাত্রা।
সুনামির সংকেতকে ভুল উল্লেখ করে কিছুক্ষণ পর তুলে নিয়ে দুঃখ প্রকাশ করে দেশটির সরকার। সুনামির সংকেতে আতঙ্কে ছড়িয়ে পড়ে চিলির নাগরিকদের মধ্যে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে ও'হিগগিনস চিলিয়ান বৈজ্ঞানিক ঘাঁটির ২১৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
সুনামির ঝুঁকি থাকায় অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। নাগরিকদের ভুলবশত সুনামির বার্তা পাঠিয়ে সতর্ক করা হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও দেশটির উপকূলীয় এলাকায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রভাব পড়েনি অ্যান্টার্কটিকায় অবস্থিত সেনা ঘাঁটিতেও।
২০১৭ সালে দেশটিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ১৯৬০ সালে দেশটির ইতিহাসের ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
প্রজন্মনিউজ২৪/হাসান
আন্দোলন স্থগিত সাত কলেজের শিক্ষার্থীদের
আদলতের রায় অপরাধীকে পড়তে হবে বই
উপজেলা পরিষদে ঢুকে হত্যা করেছে ইউপি সদস্যকে
সাত কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
হচ্ছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা
৫ এপ্রিল থেকে চবি ভর্তি আবেদন শুরু
জরুরি সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় বিষয় সাত কলেজ