ছাড়পত্র পেল তাসকিন ছাড়া সবাই

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০২:৫৪:৪৩ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০২:৫৪:৪৩

ছাড়পত্র পেল তাসকিন ছাড়া সবাই

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে দল পাওয়া ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পেসার তাসকিন আহমেদকে দেওয়া হয়নি অনুমতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলে বিবেচনাধীন থাকায় পেসার তাসকিন টি-টেন লিগে খেলার আগ্রহ প্রকাশ করেননি।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, ‘তাসকিন ছাড়া সব খেলোয়াড়কে আমরা অনাপত্তিপত্র দিয়েছি। টেস্ট সিরিজে তাসকিন আমাদের বিবেচনায় আছে তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়নি।’

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে তাসকিনকে দলে নিয়েছিল মারাঠা অ্যারাবিয়ান্স। তবে তাসকিনকে না পাওয়ায় তার পরিবর্তে স্পিন অল রাউন্ডার সোহাগ গাজিকে দলে টেনেছে। একই দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মুক্তার আলী। এ ছাড়া নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস। বেঙ্গল টাইগার্স দলে নিয়েছে দুই তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ও শেষ মেহেদি হাসানকে।

নাসির, সোহাগ ও মুক্তার আলীরা ইতোমধ্যেই দুবাই পৌঁছে গেছেন। দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে থাকা আফিফ হোসেন ও মেহেদি হাসান তিন ম্যাচ সিরিজ শেষে দেশ ছাড়বেন।

২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো- বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লি বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

জন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ