প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৩:৩৩:১৯ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০২১ ০৩:৩৩:১৯
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথম বারের মতো টেলিফোনে কথা বলেছেন। এসময় দুদেশের মধ্যে সম্পর্ক গভীর করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার করেছেন এই দেই নেতা।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল শনিবার ফোনালাপে তাঁরা এই অঙ্গীকার করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এবং দুদেশের সম্পর্ক আরো গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ পত্রপত্রিকার খবরে বলা হয়েছে, জনসনই প্রথম ইউরোপীয় নেতা যিনি বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
জো বাইডেন এর আগে কানাডা ও মেক্সিকান রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলেছেন।
এর আগে ২০১৯ সালে জো বাইডেন বরিস জনসনকে শারীরিক ও মানসিকভাবে তার সদ্য সাবেক উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের ‘ক্লোন’ বলে উল্লেখ করেছিলেন। বিশ্লেষকেরা মনে করছেন, পূর্বের শীতল সম্পর্কে উষ্ণতা তৈরিই এ বাইডনের এই ফোনালাপের উদ্দেশ্য।
এ ছাড়া বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর জনসনের বেক্সিট নীতিরও সমালোচক। কিন্তু ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা দুদেশের সম্ভাব্য অবাধবাণিজ্য চুক্তির সুবিধা নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বরিস জনসন ‘যত দ্রুত সম্ভব’ বর্তমান বাণিজ্য ইস্যু সমাধানেরও আগ্রহ ব্যক্ত করেছেন।
এ ছাড়া দুই নেতাই শিগগিরই সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। তাঁরা চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের বিষয়ে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন।
প্রজন্মনিউজ২৪/হাসান
আদলতের রায় অপরাধীকে পড়তে হবে বই
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন এনগোজি
সরকারের হতে যুদ্ধাপরাধীর নতুন ২৫০৪ নাম, প্রস্তুত মুক্তিযুদ্ধাদের তালিকা
যুদ্ধবিমান তৈরি হবে দেশেই: প্রধানমন্ত্রী
চট্রগ্রামে কোরিয়ান ইপিজেডে হাইটেক পার্ক হচ্ছে
দেশের হয়ে খেলতে পিএসএল ছেড়ে গেলেন গেইল
‘দ্য রক’ কে প্রেসিডেন্ট পদে দেখা যেতে পারে
ভারতে টি-২০ বিশ্বকাপে ভিসার অনিশ্চয়তা ভোগছে পাকিস্তান