প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২১ ১১:৪৩:০৭
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ৪১০ তম সাহিত্য আড্ডা সম্পন্ন হয়েছে।সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২২ জানুয়ারি বিকালে সাহিত্য আড্ডা শুরু হয়।সাবেক সভাপতি কবি ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি কবি দন্তন্য ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক মো.সাহেদ’র সঞ্চালনায় এ সময় মো.ইয়াছিন দেওয়ান ‘গণতন্ত্রের স্বপ্ন ভগ্ন’ নামের কবিতা এবং ‘সবুর করুন’ নামে অনুগল্প পাঠ করেন। ফাতেমা আক্তার শিল্পী পাঠ করেন ‘প্রণয় কাব্য’ নামের কবিতা। অমৃত ফরহাদ তার ‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রš’ থেকে পাঠ করেন। কবিতা ও কাঠের ত্রিশূল’ আবৃত্তি করেন কবি দন্তন্য ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক মো.শামিম হাসান সজিব, প্রচার সম্পাদক আহাম্মেদ সাকিব। সদস্য- শামিম শেখ, শারমিন সুলতানা, আল আপনান শিমুল, মোস্তাফিজুর রহমান, মো. তানজিল প্রমুখ।
প্রজন্মনিউজ২৪/হারুন
কালোটাকা সাদা করার আরও সুযোগ দরকার
ঢাকায় বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
প্রতিবেশী স্কুলছাত্রীকে নিয়ে উধাও দম্পতি
সারাবিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে : কৃষিমন্ত্রী
ফাইনালে বার্সার প্রতিপক্ষ আটলেটিক বিলবাও
দিনাজপুরে আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক
খতমে বুখারী উপলক্ষ্যে ইমামদের সাথে মতবিনিময়