প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২১ ০৫:৪১:৩৬
রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আইনাল মার্কেট এলাকায় বাঁশতলা মসজিদের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন উদ্দিন (২৬) পাবনা জেলার বেড়া থানার চর নাগদাহ গ্রামের হারুন বেপারীর ছেলে।তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজী নাসের জানান, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি সকালে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকায় একটি আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে মোফাজ্জল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রজন্মনিউজ২৪/হারুন
কোভিড মোকাবিলায় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা
বাংলাদেশের উদ্দেশ্যে মেট্রোরেল এখন সমুদ্র পথে
গেইল-পোলার্ডদের উড়িয়ে দিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা
দুই অপরাধী ভাইয়ের নিরাপদ আশ্রয়
এরদোগানকে নিজেই ফোন করবেন বাইডেন
র্যাবের অভিযানে রাজধানীতে ৩৫ জুয়াড়ি আটক
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ লিজেন্ডরা
লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিমের যাত্রা