বানিজ্যমেলা হচ্ছে না !

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২১ ০৬:১৫:৩৫

বানিজ্যমেলা হচ্ছে না !

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন সাময়িক স্থগিত করা হয়েছে। মেলার মাধ্যমে বিপুল জনশ্রোত ঘটবে এবং করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেলা আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে এক সপ্তাহ আগেও বলা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ এবারের মেলা শুরু হবে। একই দিন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করা হবে বলেও জানানো হয়েছিল।

দেশে এই প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার পূর্বাচলে করার সিদ্ধান্ত হয়েছিল। অংশ নিতে বিভিন্ন দেশে চিঠি পাঠানোর প্রস্তুতিও নেয় রপ্তানি উন্নয়ন ব্যুরো । কিন্তু শেষ পর্যন্ত সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে মেলা আয়োজনের ব্যাপারে কোন সায় মেলেনি ।
মেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অনুমতি চাওয়া হয়েছিল, সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জানতে চাইলে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন আজ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বলা যায় যে আপাতত স্থগিত। তবে আগামীকাল দুপুরে চূড়ান্ত কথা বলা যাবে।’

ইপিবি সূত্রে জানা গেছে, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে।

স্থায়ীভাবে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র করার জন্য ২০০৯ সালে প্রাথমিকভাবে তেজগাঁও পুরোনো বিমানবন্দরের ৩৯ একর খালি জায়গা নির্ধারণ করা হয়। পরে সেখানে জায়গা না পাওয়ায় প্রকল্পটি পূর্বাচল উপশহরে সরিয়ে আনা হয়।

২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে প্রদর্শনী কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ৬২৫ কোটি ৭০ লাখ টাকা অনুদান হিসেবে দেয় চীন সরকার। জমি বাবদ সরকার দেয় ১৭০ কোটি ১৩ লাখ টাকা। প্রদর্শনী কেন্দ্রের নির্মাণকাজ করেছে চীনা কোম্পানি।

প্রজন্মনিউজ২৪/মাহমুদুল হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ