জো বাইডেন বিভেদকে দূরে ঠেলে ঐক্যকে শক্তিশালী করবেন: খন্দকার মাসুদ

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২১ ০২:০৪:১৪

জো বাইডেন বিভেদকে দূরে ঠেলে ঐক্যকে শক্তিশালী করবেন: খন্দকার মাসুদ

আজ ২০ জানুয়ারি ২০২১ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ বাংলাদেশ চাই, তারা নিউজ বিডি.কম টিএনবি, কে. এ. জে. আর. আর. আর. ফাউন্ডেশন ও গ্লোবাল জার্নালিষ্টস কাউন্সিল ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এর শপথ গ্রহণের দিন তাঁকে অভিনন্দন জানিয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়।

নিরাপদ বাংলাদেশ চাই, তারা নিউজ বিডি.কম টিএনবি, কে. এ. জে. আর. আর. আর. ফাউন্ডেশন ও গ্লোবাল জার্নালিষ্টস কাউন্সিল ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এম. এম. আনিছুর রহমান (দেশ)।

এ সময় খন্দকার মাসুদ-উজ-জামান বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে বিভেদ কে দূরে ঠেলে ঐক্যকে শক্তিশালী করবেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মুসলিম ব্যান বাতিল, প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের সাথে ৬ জাতির পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইঙ্গিত তাই প্রমাণ করে।”

জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, “বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে পৃথিবীকে মানুষের নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবেন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-বিগ্রহ, রোহিঙ্গা, কাশ্মীর, উইঘুর মুসলিম নির্যাতন বন্ধে বিশ্ববাসী আপনার কার্যকর ভূমিকা আশা করছে।”

প্রজন্মনিউজ২৪/খন্দকার মাসুদ-উজ-জামান/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ