প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২১ ১০:১১:০৫
প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। ইসলাম ধর্ম ও সব মুসলিমকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলিমদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন।
গ্রিসের এই পাদ্রী এর আগে গ্রিসের ওপেনটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সেদেশের মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কোনো কোনো দেশও এর প্রতিবাদ জানায়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।
এক বিবৃতিতে বলা হয়, গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটা স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্কে রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস ও বিদ্বেষ উসকে দিতে চায় তারা।
ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এ কথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়।#
প্রজন্মনিউজ২৪/ফাহাদ
বাবা-মায়ের কবর জিয়ারত করতে দিল্লিতে শাহরুখ
রাজশাহী কলেজে ৭ মার্চ দিবস পালিত
মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল নোবিপ্রবি
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৭ মার্চ উদযাপন
পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা
'অগ্নিঝরা মার্চঃ সুবর্ণ স্বাধীনতায় বাংলাদেশ'
আসামি নিখোঁজ: জেলার প্রত্যাহার, কারারক্ষী বরখাস্ত