দেশের চার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২১ ১২:৫৪:০২

দেশের চার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটে গেলেও দেশের চার জেলায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।এছাড়া অনেক জেলায় দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।বর্তমানে তিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে আছে।বাকি জেলাগুলোর তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর প্রভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তবে ঢাকা,  রংপুর,  ময়মনসিংহ ও সিলেটের দুই এক জায়গায় হাল্কা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের মাঝারি থেকে ঘন  কুয়াশা পড়তে পারে এবং দেশের কিছু অঞ্চলের দুপুর পর্যন্ত  কুয়াশা থাকতে পারে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১০ ডিগ্রি সেলসিয়াস।বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৩.৫,  ময়মনসিংহে ১১.৫,  চট্টগ্রামে ১৪.৩,  সিলেটে ১৪.৫, রাজশাহী ১২. ৫, রংপুরে  ১৩,  খুলনায়  ১২.৪ এবং বরিশালে ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ