প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২১ ০১:২৩:০১
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট পেলেন এই সিরিজেই অভিষেক হওয়া ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্টের চতুর্থ দিনে পাঁচ অস্ট্রেলীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। অথচ কত সমস্যার মধ্য দিয়েই না যাচ্ছেন তিনি! সিরিজে খেলতে এসে বাবার মৃত্যুর সংবাদ শুনেন। শেষবারের মত বাবাকে দেখতেও পারেননি। তার ওপর অস্ট্রেলিয়ার মাঠের গ্যালিরির থেকে অাসা বর্নবাদী মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। কিন্তু সবকিছুকে জয় করে সিরাজ এগিয়ে যাচ্ছেন নবাবের মত।
দ্বিতীয় ইনিংসে সিরাজের প্রথম শিকার এই সিরিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে। এরপর একে একে ফেরান ম্যাথু ওয়েড, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে।
১৯ দশমিক ৫ ওভারে ৭৩ রান খরচ করে ৫টি উইকেট নেন সিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন শার্দল ঠাকুর। দুজনের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অলআউট হয়েছে টিম পেইনের দল। প্রথম ইনিংসে ৩৩ রানের লিড থাকায় ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩২৮ রান।
প্রজন্মনিউজ২৪/সাইফুল
গুলশানে এইচ টি ইমামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের মরদেহ
বিএনপি’র নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত
তাজমহলে বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো পর্যটকদের
বাজেট পাশের পর যুক্তরাজ্যের পুঁজিবাজার চাঙ্গা
পেলেন হ্যাট্রিক, খেলেন ছয় ছক্কা
সভাপতির বক্তব্যে ব্যাংক খাতে নিষিদ্ধ সিটিও ফোরাম