বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৯ কোটি ছাড়াল

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২১ ১২:৩০:৫৯

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৯ কোটি ছাড়াল

মহামারি করোনার প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। একদিকে যখন করোনারে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ঠিক অন্যদিকে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫১ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৩৫ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৯৮ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬৫৩ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জন। মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ২০২ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

প্রজন্মনিউজ২৪/লিংকন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ