প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২১ ১১:৫৮:৪৪
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন ৫৬৯ জন। সুস্থ হয়েছে ৬৮১ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে চার লাখ ৭২ হাজার ৪৩৭ জন এবং মারা গেছে সাত হাজার ৯০৬ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার আরো কমে নেমেছে ৪.২৩ শতাংশে। মোট শনাক্তের হার ১৫.২৬ শতাংশ। সুস্থতার হার ৮৯.৫৪ শতাংশ এবং মৃত্যুর হার বেড়ে উঠেছে ১.৫০ শতাংশে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং সাতজন নারী। তাদের মধ্যে ৪১-৫০ বছরের একজন, ৫১-৬০ বছরের ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। এর মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, একজন করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরের।
প্রজন্মনিউজ২৪/লিংকন
সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা দেশের থানাগুলোতে
মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ফারুক ইকবাল
বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ছুঁই ছুঁই
কোভ্যাক্স থেকে ১ কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ের তালিকায় নাম থাকায় আত্মহত্যার হুমকি
‘পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয়’
চাঁদপুর পুলিশি অভিযানে ২ শতাধিক বখাটের চুল কর্তন