নতুন আইন দ্বারা সুরক্ষিত হবে ক্রিতদাশ ব্যাবসায়ির মূর্তি

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২১ ০১:১৪:৫২ || পরিবর্তিত: ১৮ জানুয়ারী, ২০২১ ০১:১৪:৫২

নতুন আইন দ্বারা সুরক্ষিত হবে ক্রিতদাশ ব্যাবসায়ির মূর্তি

হৃদয় হাসান নাজমুল: সরকার বলছে, বিতর্কিত মূর্তি অপসারন বা নাম পরিবর্তন করা হবে।

এই নীতি হবে দাস ব্যাবসায়ী এডওয়ার্ড কোলস্টনের মত বিতর্কিত মূর্তি। যা গত গ্রীষ্মে বিক্ষোবকারীরা ব্রিষ্টল বন্দরে ফেলে দিয়েছিল। যদিও পৃষ্ঠপোষকরা পরে মূর্তিটি উঠিয়ে ফেলেছে।

কমিউনিটি সেক্রেটারি রবার্ট জেনরিক বলেন, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলোর নতুন সুরক্ষার জন্য তিনি আইন পরিবর্তন করছেন। তিনি আরও বলেন, হামলাকারিরা কোনসময় কোন মূর্তিতে হামলা করে বসবে তা বলা অসম্ভব তাই যত দ্রুত সম্ভব সাধারন মানুষদের বসে সমোজতার চেষ্ট করতে হবে। আর যদি কোন কাউন্সিল মূর্তি অপসারন করতে চায় তাহলে তাকে সাংষ্কৃতিক সচিবের অনুমতি সাপেক্ষে করতে হবে।

সূএ: সানডে টাইমস্

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ