প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২১ ১০:৫৪:২৫ || পরিবর্তিত: ১৮ জানুয়ারী, ২০২১ ১০:৫৪:২৫
সময়ের দুই সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের মধ্যে কে সেরা? মেসি নাকি রোনালদো? এই এক প্রশ্নের উত্তরে সঠিক উত্তর মিলেনি আজও।
রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হল বার্সা কিংবদন্তির। এর আগে ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে লালকার্ড দেখেছিলেন মেসি।
এর আগে আর একবারই লালকার্ড দেখতে হয়েছিল মেসিকে। সেটি ছিল তার অভিষেক ম্যাচেই, ২০০৫ সালে। আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এরপর ক্যারিয়ারে এবার সহ মোট ৩ বার তাকে লালকার্ড দেখাতে পেরেছেন ম্যাচ রেফারি।
তবে লালকার্ডের দিক দিয়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো বেশ এগিয়ে। ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ১ম লালকার্ড দেখেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের পর রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাস, তিন দেশের তিন ক্লাবের জার্সিতেই লালকার্ড দেখেছেন পর্তুগিজ তারকা। সবমিলিয়ে ১১ বার লালকার্ড দেখেছেন রোনালদো।
তবে এখন পর্যন্ত দেশের জার্সিতে কখনো লালকার্ড দেখতে হয়নি রোনালদোকে।
প্রজন্মনিউজ২৪/সাইফুল
সোশ্যাল মিডিয়ায় কোহলির মাইলফলক
‘পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয়’
আইএলডিসির এমডি পদ থেকে পদত্যাগ করছেন আরিফ খান
দিনে ঘুমিয়ে, রাত জাগছে টাইগাররা
নারী ক্রিকেট দলের খন্ডকালীন কোচ নিয়োগ
রাহিমা আহম্মেদ শ্রাবণীর কবিতা : মনের পথিক
নোবিপ্রবির "চলো পাল্টাই ফাউন্ডেশন"-এর ২য় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বছরে ৩২ লাখ ফ্রিজ বিক্রি,দেশীয় ব্র্যান্ডের দাপট
‘বিশ্ববিদ্যালয়ের প্রতিহিংসা ও শিক্ষক রাজনীতির শিকার’- সামিয়া রহমান