প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২১ ০৫:৪৭:৫৮
সিরাজগঞ্জের শাহজাদপুরে দায়া ফকির পাড়া গ্রামে বিষপানে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যরা হলেন-দায়া ফকির পাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা (৪৩), তাদের মেয়ে রাজিয়া (১৯) ও লাবনী (১০)। রাজিয়া অন্তঃস্বত্তা ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে দুই মেয়েসহ জাহানারা বিষপান করেন। এসময় লাল মিয়া বাড়িতে ছিলেন না। তার ছোট মেয়ে লাবনী মোবাইল ফোনে তাকে বিষপানের কথা জানায়। লাল মিয়া মোবাইলে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা তিনজনকে ঘর থেকে উদ্ধার করেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, প্রাথমিকভাবে বিষয়টি বিষপান করে আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
প্রজন্মনিউজ২৪/গাজীআক্তার
কান্না করায় কোলের শিশুকে কুপিয়ে হত্যায় যাবজ্জীবন মায়ের
গুচ্ছভর্তিতে আবেদন শুরু ১ এপ্রিল থেকে
ঘরে বসেই তৈরি করুন কলিজার সাসলিক
রাজশাহী সীমান্তে ৫২টি মহিষ উদ্ধার করেছে বিজিবি-১
খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা
বগুড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে