প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২১ ০৫:৪৪:৩৮
পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য এক নারী মেম্বার প্রার্থীকে (৪৫) ধর্ষণের অভিযোগে উঠেছে। ব্যাপারে সজীব, রাজ্জাক ও জিল্লুর রহমান নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার মাধবখালী ইউনিয়নের ময়দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে রবিবার ( ১৭ জানুয়ারি) ভুক্তভোগী ওই নারী মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী। গত শনিবার রাতে তার স্বামী বাড়ির পাশে রাস্তায় কাঠ কাটছিলেন। স্বামীর জন্য পান নিয়ে যাওয়ার সময় পথে তাকে একা পেয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।
মির্জাগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ রহমান বলেন, মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪/গাজীআক্তার
কান্না করায় কোলের শিশুকে কুপিয়ে হত্যায় যাবজ্জীবন মায়ের
গুচ্ছভর্তিতে আবেদন শুরু ১ এপ্রিল থেকে
ঘরে বসেই তৈরি করুন কলিজার সাসলিক
রাজশাহী সীমান্তে ৫২টি মহিষ উদ্ধার করেছে বিজিবি-১
নারী দিবসে কারিনার দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ
খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
বগুড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে