বাইডেনের শপথ অনষ্ঠান নিয়ে উৎকণ্ঠা: নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২১ ০৩:২৬:২৩

বাইডেনের শপথ অনষ্ঠান নিয়ে উৎকণ্ঠা: নিরাপত্তা জোরদার

২০ জানুয়ারী মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনষ্ঠানকেঘিরে নিরাপত্তা জোরদার করেছে সেখানকার প্রশাসন। নির্বাচনে পরাজিত ট্রাম্পের কঠোর সমর্থকদের সম্ভাব্য সহিংস বিক্ষোভ মোকাবেলা করতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।

গতকাল  শনিবার থেকে ক্যালির্ফোনিয়া, মিশিগাগন,  পেনসেলভিয়া, কেন্টকি,  ফ্লোরিডাসহ কয়েকটি প্রধান অঙ্গরাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ৬ জানুয়ারী দেশটির পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজির বিহীন দাঙ্গার পর নিরপত্তা ব্যবস্থা জোরদার করতে নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন।

নিরপত্তা সংস্থা এববিআইয়ের সর্তকতার পর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিট্যাল ভবন সহ অন্যান্য সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলার এই কড়াকড়ি বুধবার বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ