প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২১ ১০:৫২:০৫
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২২৮ রানে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। একইসঙ্গে তিনি টেস্ট ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেছেন এবং তুলে নেন নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এই ডাবল-সেঞ্চুরি দ্বারা তিনি রেকর্ড বইয়ে নাম তুলেছেন। কেভিন পিটারসেনের পর ইংল্যান্ডের পক্ষে দ্রুত ৮ হাজার রান পূর্ণ করেন তিনি।
৮হাজার রান করতে পিটারসেনের লেগেছিল ১৭৬ ইনিংস। রুটের লাগল ১৭৮ ইনিংস। ইংল্যান্ডের সপ্তম ব্যাটসম্যান হিসেবে রুট ৮হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। তার গড় কিন্তু সবার চেয়ে বেশি- ৪৯.০৯। দ্বিতীয়স্থানে আছেন জেফরে বয়কট। ১০৮ ম্যাচে ৪৭.৭২ গড়ে তিনি ৮১১৪ রান করেছেন। রুট হলেন এশিয়ার মাটিতে ডাবল-সেঞ্চুরি করা পঞ্চম ইংলিশ ব্যাটসম্যান।
এর আগে স্যার অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, টেড ডেক্সটার ও গ্রায়েম ফ্লাওয়ার এশিয়ার মাটিতে ডাবল-সেঞ্চুরি করেছিলেন। দেশের বাইরে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল-সেঞ্চুরির রেকর্ড রুটের। আজকেরটিসহ তার ডাবল সেঞ্চুরির সংখ্যা ২টি। আর ১টি করে ডাবল-সেঞ্চুরি আছে স্যার অ্যালিস্টার কুক, ডেক্সটার ও লিওনার্ড হটনের।
প্রজন্মনিউজ২৪/সাইফুল
বাবা-মায়ের কবর জিয়ারত করতে দিল্লিতে শাহরুখ
৪১তম বিসিএস প্রিলিমিনারি : শেষ সময়ের প্রস্তুতি
মোদির সাথে সাক্ষাৎ: রাতে ঘুম হয়নি শ্রাবন্তীর
সৌদি যুবরাজকে কৌশলে মুক্তি দিল বাইডেন প্রশাসন
শবে মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ
দূর আকাশের তার দেখছেন সাহেদ, সাবরিনা করছেন রূপের পরির্চযা
অ্যান্ডারসনকে স্পিনার বানিয়ে খেলেছেন পান্ত!
আমনে দাম পাওয়ায় বোরো চাষে ঝুঁকেছেন কৃষক