প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২১ ০২:৫৪:৫১
দেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। শনিবার সকাল ৮টায় ১নং ওয়ার্ডের উদয়ন প্রিক্যাডেট একাডেমী ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা।
ভোট শেষে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় কাদের মির্জা বলেন, তিনি নিজেও চেয়েছিলেন ভোটাররা যেন সুন্দর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তার প্রতিফলন দেখে তিনি আশাবাদী বাকি সময়টুকুও সুষ্ঠুভাবে ভোট হবে।
এদিকে সকাল সাড়ে ৮টায় ধানের শীষে মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট এইচছি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
তিনিও সন্তোষ প্রকাশ করে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি। ভোটের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। বিকেল ৪টা পর্যন্ত এভাবেই ভোট চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠু ভোটে যে জয়ী হবে তাকে বরণ করে নেবেন বলেও জানান তিনি।
প্রজন্মনিউজ২৪/গাজী আক্তার
জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের সুবিধা পাবে পঞ্চগড়বাসী
আন্দোলন স্থগিত সাত কলেজের শিক্ষার্থীদের
আদলতের রায় অপরাধীকে পড়তে হবে বই
উপজেলা পরিষদে ঢুকে হত্যা করেছে ইউপি সদস্যকে
সাত কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার
হচ্ছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা
৫ এপ্রিল থেকে চবি ভর্তি আবেদন শুরু