জো রুটের ডাবল সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২১ ১১:৪৫:২৯ || পরিবর্তিত: ১৬ জানুয়ারী, ২০২১ ১১:৪৫:২৯

জো রুটের ডাবল সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

গত বছরটা কেটেছে তার সেঞ্চুরিহীন। নতুন বছরের শুরুতেই খরা কাটালেন জো রুট ডাবল সেঞ্চুরিতে। অধিনায়কের অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় লিডের পথে রয়েছে ইংল্যান্ড।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হতে পারে কেবল ৫৩ ওভার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩২০। এগিয়ে আছে তারা ১৮৫ রানে, হাতে ৬ উইকেট।

১৬৮ রানে অপরাজিত আছেন রুট। ৭ রান নিয়ে খেলছেন জস বাটলার। ৭৩ করে আউট হন অভিষিক্ত ড্যান লরেন্স।

বৃষ্টির কারণে সকালে খেলা শুরু হয় ৭০ মিনিট দেরিতে। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টো ফেরেন আগের দিনে ৪৭ রানেই। দুই ওপেনারের মতো বেয়ারস্টোও বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার শিকার।

এরপর অভিষিক্ত লরেন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আগের দিন ফিফটি করা রুট। ৯৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বিরতি থেকে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৩ বলে।

অভিষেকে দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লরেন্স ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে। ৭৩ রানে তাকে থামিয়ে ১৭৩ রানের জুটি ভাঙেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। ৬ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ