দাদিকে শেষবারের মত দেখা হলো না সাকিবের

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২১ ১২:০৩:৪৩

দাদিকে শেষবারের মত দেখা হলো না সাকিবের

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেমে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিতে। বৃহস্পতিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। তবে ম্যাচটির আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে।

মাগুরায় গ্রামের বাড়িতে বুধবার রাতে মৃত্যুবরণ করেন সাকিবের দাদি রেবেকা নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার বাদ জোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। তবে দেশে থেকেও দাদিকে শেষ দেখার জন্যও যেতে পারলেন না সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বায়ো-বাবলের (জৈব সুরক্ষ বলয়) মধ্যে থাকার কারণে সাকিবের কোথাও যাওয়ার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ উপলক্ষে বাংলাদেশ দলের ২৪ জন ক্রিকেটারকে প্রবেশ করানো হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সাকিব যদি সেই জৈব সুরক্ষা বলয় ভেঙে মাগুরা যেতেন, তাহলে তাকে ফিরে এসে আবারো তিন থেকে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হতো। করোনা টেস্ট করতে হতো। নানা ঝামেলা শেষ করে আবারো ঢুকতে হতো বায়ো-বাবলের মধ্যে। সুতরাং এতসব কিছুর মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাই মিস হয়ে যেত বিশ্বসেরা অলরাউন্ডারের।

দেশের প্রয়োজনেই ঝুঁকি নেননি সাকিব। এ জন্যই দাদির জানাজায় অংশ নিতে না যাওয়ার সিদ্ধান্ত তার।

সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

প্রজন্মনিউজ২৪/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ