একদিনে সড়ক দূর্ঘটনায় নিহত ১৬

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২১ ১২:৫৯:১২

একদিনে সড়ক দূর্ঘটনায় নিহত ১৬

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন ৬ জন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে যুবক, জামালপুরের সরিষাবাড়ীতে চাচা-ভাতিজা, সিলেটের বিশ্বনাথে ১ জন, মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশুসহ ২ জন, ভোলার চরফ্যাশনে ব্যবসায়ী এবং রংপুরে সেনাসদস্যসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) উপজেলার মদনডাঙ্গার শ্রীরামপুরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় নসিমনযাত্রী ৬ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। ট্রাকের ধাক্কায় নসিমনটি প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় নসিমনের যাত্রীরাও সড়কে ছিটকে পড়েন। নসিমনের ওপর একটি ঢালাই মেশিন ছিল।

জানা যায়, ট্রাকের ধাক্কায় সেটি গিয়ে পড়ে শ্রমিকদের ওপর। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবার বাড়ি ঝিনাইদহ সদরের কলমনখালী মুধুপুর ও হামদরডাঙ্গা এলাকায়। আহতদের একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ দমকল বাহিনীর সহকারী পরিচালক শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার দেহগুলো রাস্তায় ছিটিয়ে ছিল। পরে ৬ জনকে মৃত ও ৪ জনকে জীবিত পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। দুর্ঘটনার পর মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত ৯টার দিকে যান চলাচল শুরু হয়।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী রাজু খান (২৬) আলোকদিয়া ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য রাশিদা খানমের ছেলে। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। তারা হলেন চাচা সাইদুর রহমান (২২) ও ভাতিজা আকাশ মিয়া (১৪)। তাদের বাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে। পৌর বাউসি পপুলার ব্রিজ এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্বনাথ (সিলেট) : সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা ও মিনিবাসের সংঘর্ষে নিহত ছাইদুর রহমান (২৫) উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আব্দুস ছোবহানের ছেলে। বিশ্বনাথ রামপাশা সড়কের নরশিংপুরে বুধবার এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত ডালিয়া বেগম (৩৫) উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া গ্রামের জামাল খানের স্ত্রী। শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার নন্দিপাড়ায় বুধবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা রোডে ট্রাকচাপায় নিহত শিশুর সুমন চরচারতলা গ্রামের আবু বকরের ছেলে।

চরফ্যাশন দক্ষিণ (ভোলা): চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে ট্রাক চাপায় নিহত ব্যবসায়ী মো. সেলিম (৪০) তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২নং ওর্ডের বাসিন্দা। উপজেলার শশিভূষণ মালেক মাওলানা হুজুরের মাদরাসার সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর : রংপুরে পৃথক দুর্ঘটনায় সেনাসদস্যসহ ২ জন নিহত ও আহত ৮ জন আহত হয়েছে। নগরীর কেরানীরহাটে ট্যাঙ্ক উল্টে নিহত সেনা সদস্যের পরিচয় মেলেনি। অপরদিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের দোলা এলাকায় বুধবার বাস-ট্রাকের সংঘর্ষে বাস সুপারভাইজার রেজাউল করিম (৩৪) নিহত হন। তিনি পীরগঞ্জ উপজেলার জাগি সুটিবাড়ি এলাকার বাসিন্দা।

ওসমানীনগর (সিলেট) : ওসমানীনগরে বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ জন যাত্রী। উপজেলার ইলাশপুর উপজেলা পরিষদ ভবনের দক্ষিণে সিলেট-ঢাকা মহসড়কে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।#


প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ