রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সর্বোচ্চ রপ্তানি ও গ্রাহক সম্মাননা পাচ্ছে বেক্সিমকো

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২১ ১২:২৭:৫৮

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সর্বোচ্চ রপ্তানি ও গ্রাহক সম্মাননা পাচ্ছে বেক্সিমকো


রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সর্বোচ্চ রপ্তানি ও সেরা গ্রাহক সম্মাননা পাচ্ছে বেক্সিমকো লিমিটেড।আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমসর্বোচ্চ রপ্তানির ট্রপি ও সেরা গ্রাহকের সম্মাননা প্রদান করা হবে।
এর আগে গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৬৪৮তম বোর্ড সভায় ২০২০ সালের জন্য বেক্সিমকো লিমিটেডকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বেক্সিমকো লিমিটেডের রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকা।যেখানে গত বছর বেক্সিমকো গ্রুপের সর্বমোট রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৭১৩ কোটি ৯১ লাখ টাকা।একই সময়ে বেক্সিমকো গ্রুপ কর্তৃক প্রদত্ত ঋণ পুনঃতপশিলকৃত/ পুনর্গঠিত ঋণের কিস্তির পরিমাণ ছিল ৪২৬ কোটি ৬১ লাখ টাকা।বেক্সিমকো গ্রুপ হতে জনতা ব্যাংকের সর্বমোট আয়ের পরিমাণ ছিল ৪৮৩ কোটি ৯২ লাখ টাকা।গ্রুপটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন এ এস এফ রহমান।প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান।


প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ