প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২১ ০৫:২২:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী আটজন।এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৩৩ জনে।এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৯০ জনের শরীরে।এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৬৯ হাজার ৫২২ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।বিভাগীয় হিসেব অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকায় ১০জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং সিলেটের একজন রয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দশদিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
প্রজন্মনিউজ২৪/হারুন
কেশবপুর ছাত্রদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আজাদকে
বেলাবতে ট্রাক চাপায় কলেজ ছাত্রী নিহত
তেলে অস্বস্তি, বোতল কেটে খোলা বিক্রি
কেশবপুরে বোরো ক্ষেতে গরুর বদলে মই টানছে মানুষ
ধুলায় নাকাল ঢাকা, পড়ে আছে রোড সুইপার ট্রাক
ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু
‘সুষ্ঠু ভোটে’ সন্তুষ্ট কাদের মির্জা ও কামাল উদ্দিন চৌধুরী
তাপস-খোকনের ভুল বোঝাবুঝির অবসান হবে: তাজুল ইসলাম