খালেদা জিয়ার দরজা ভেঙে জনগণের কাতারে দাড় করাতে হবে : গয়েশ্বর

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২১ ০৩:৫২:৪০

খালেদা জিয়ার দরজা ভেঙে জনগণের কাতারে দাড় করাতে হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালত, বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী বলেন; সবাই একজনের হাতের মুঠোই।আগের মত দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানানো হচ্ছে।তিনি বলেন, এক দুইটা আন্দোলন করে শেষ করে দিলে হবে না, একটি সমাবেশের মাধ্যমে আন্দোলন শেষ করলে হবে না।জনগণ প্রস্তুত আছে।এই মুহুর্ত থেকে আমাদেরও প্রস্তুতি নেয়া উচিত বলে আমি মনে করি।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে পারি হামলা মামলা কিছুই থাকবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাব এর সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর সারাদেশের নেতাকর্মী ও জনগণকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়ার দরজা ভেঙে বের করে জনগণের কাতারে দাড় করাতে হবে।খালেদা জিয়া জনগনের কাতারে দাড়ালেই সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।তারেক রহমানও নিজের দেশে আসতে পারবে।

শামসুজ্জামান দুদু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'আপনাদেরকে পার্টি যখন ডাকবে।যে যেখানেই থাকেন না কেন, যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে আসব৷গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব।'
 
এসময় দলেট ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হাসান, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান নেতাকর্মীদের বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার কথা বলেন।

বিএনপর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান ডা: এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান,আব্দুস সালাম,যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম,যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু,সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু,স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল,সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার,কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন,ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন,সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ,সাধারণ সস্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য দেন।

 
এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম,ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান সালাউদ্দীন বাবু,সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক,কৃষকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম,কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,সাংগঠনিক সাইফ মাহমুদ জয়েল,ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব,যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারন সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/হারুন

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ