কেশবপুরে ৪ ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২১ ০২:৫০:০৬ || পরিবর্তিত: ১৩ জানুয়ারী, ২০২১ ০২:৫০:০৬

কেশবপুরে ৪ ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এহসানুল হোসেন তাইফুর,:-

যশোরের কেশবপুরে ক্রেতাদের ঠকিয়ে মিষ্টির দামে প্যাকেট বিক্রি, ওজনে কম দেওয়ার এবং পরিমাপ করার ম্যাশিন (ডিজিটাল স্কেল) বিএসটিআই এর অনুমোদিত সনদপত্র না থাকায় অপরাধে পৌর শহরের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে, অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে চিংড়া মিষ্টান্ন ভান্ডারকে, পরিমাপ করার ম্যাশিন (ডিজিটাল স্কেল) বিএসটিআই এর অনুমোদিত সনদপত্র না থাকায় অপরাধে রড ব্যবসায়ি মনিরুজ্জামান ও আলমগীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা বিএসটিআই এর পরিদর্শক মঈনউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর শহরের হাসপাতাল সড়কের রড ব্যবসায়ি মনিরুজ্জামানকে রড পরিমাপ করার ম্যাশিন (ডিজিটাল স্কেল) বিএসটিআই এর অনুমোদিত সনদপত্র না থাকার অপরাধে ১০ হাজার টাকা, একই অপরাধে রড ব্যবসায়ি আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা, চিংড়া মোড় এলাকায় ভাগ্যকুল মিষ্টান ভান্ডারে ক্রেতাদের ঠকিয়ে মিষ্টির দামে প্যাকেট বিক্রি, ওজনে কম দেওয়ার এবং পরিমাপ করার ম্যাশিন (ডিজিটাল স্কেল) বিএসটিআই এর অনুমোদিত সনদপত্র না থাকার অপরাধে দোকান কর্মচারী নব কুমারকে ৫ হাজার টাকা ও চিংড়া মিষ্টান্ন ভান্ডারের মালিক উদয় দত্তকে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করেন।

প্রজন্মনিউজ২৪/গাজী আক্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ