শিবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২১ ১১:১৭:২১

শিবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
১৯৭১ সালের ৮ মার্চ পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ১০ শে মার্চ পা রাখেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।দিবসটি উপলক্ষে শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকালে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।পরে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নের কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।

এইসময় ঘাতক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রী কুনাল মুখার্জী, দালাল নিমূর্ল কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, ঘাতক দালাল নিমূর্ল কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ