মিথিলার রোহিঙ্গা সিনেমা ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’ উৎসবে

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২১ ০৬:২৭:৫৮

মিথিলার রোহিঙ্গা সিনেমা ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’ উৎসবে

র‍্যাম্প মডেল হিসেবে পরিচিত পেলেও গেল বছরে বলিউড সিনেমায় নাম লিখিয়ে চমকে দিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। তার অভিনীত সিনেমাটির নাম ‌‘রোহিঙ্গা’, যেটি পরিচালনা করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হায়দার খান।

জানান মিথিলা, চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে। তবে ছবি মুক্তির আগেই পাওয়া গেল আরেক সুখবর। খ্যাতনামা ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’ উৎসবে অংশ নিচ্ছে এই ছবিটি। ভারতীয় চলচ্চিত্রের এ উৎসবের জন্য ‌‘রোহিঙ্গা’ ছবিটি অফিসিয়ালি নির্বাচিত হয়েছে।

এই বিষয়ে মিথিলা জানান, গত ৬ জানুয়ারি ঘোষণা করা হয় যে, ‌‘রোহিঙ্গা’ ছবিটি ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’ উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। এমন খবরে আমি সত্যি ভীষণ আনন্দিত।

এছাড়াও মিথিলা জানান, এই বছরেই ছবিটি মুক্তি পাবে।

ছবিটিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে এখানে। রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে এর কাজ করেছেন মিথিলা। এজন্য ভারতে গিয়ে ক্লাস করে রোহিঙ্গা ভাষা শিখেন তিনি।

লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি।

প্রজন্মনিউজ২৪/মোর্শেদ আলম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ