ঢাবি অধিভুক্ত

৭ কলেজের প্রধান সমন্বয়ক মাকসুদ কামাল

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২১ ০৩:৫২:৫৭

৭ কলেজের প্রধান সমন্বয়ক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল। সর্বশেষ সিন্ডিকেটে তাকে নতুন প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪ জানুয়ারি উপাচার্য সাত কলেজের কার্যক্রম সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্যের (শিক্ষা) উপর অর্পণ করেছেন৷

অধ্যাপক মাকসুদ কামাল জানান, ‘গত সেমবার সাত কলেজের প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হওয়ার চিঠি পেয়েছি। তবে সাত কলেজের সংশ্লিষ্টদের নিয়ে এখনো বসা হয়নি। আগামী সাপ্তাহে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ডিনদের নিয়ে একটি সভা ডাকা হবে। তাদের সঙ্গে আলেচনা করে সাত কলেজের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। এ আলোচনার ভিত্তিতে সাত কলেজের প্রয়োজনীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ শিক্ষক রয়েছেন।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ