প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২১ ১০:৫২:০৫ || পরিবর্তিত: ০৩ জানুয়ারী, ২০২১ ১০:৫২:০৫
হৃদয় হাসান নাজমুলঃ রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে “বিজয়ের ৫০ বছর পূর্তিতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বাংলায় জাতির পিতার ভাস্কর্য অবমাননা, শহীদ পরিবারের স্মৃতিচারণ ও আজকের উন্নয়নের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন মুক্তির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ ভূঁইয়া, ‘শহীদ সন্তান-৭১’ সংগঠনের সভাপতি ড. সেলিনা রশীদ, আইইবির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, বিশিষ্ট আইনজীবী জাকির আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক এমএ হাফিজ ও এমদাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফুল দিয়ে সকল মুক্তিযুদ্ধা সন্তানদেরকে বরন করে নেন।]
এসময় ড. সেলিনা রশীদ তার নিজের লেখা অশ্রুশিক্ত কবিতা পাঠ সহ মুক্তিযোদ্ধা সন্তানদের বর্তমান অবস্থা তুলে ধরেন।
সাধারণ সম্পাদক তার বক্তৃতায় মুক্তিযুদ্ধো সন্তানদের চাকুরি নিশ্চিত, তাদের নাতি নাতনিদের জন্য সকল ক্ষেএে মুক্তিযোদ্ধা কোঠা, ও মুক্তিযোদ্ধা সন্তানদের আবাসন ব্যাবস্থা নিশ্চিত সহ আরও অনেক দাবি তুলে ধরেন।
মুক্তিযুদ্ধো বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমিপ বলেন এ দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এ দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তৈরি সোনার বাংলাদেশ, এ দেশের সকল মুক্তিযুদ্ধা, মুক্তিযুদ্ধাদের সন্তানদের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি আপনাদের সকল দবি মাননীয় প্রধানমন্ত্রীর কদছে তুলে ধরবো।
তিনি আরও বলেন, এদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য হবেই কোনো অপশক্তি এটি আটকে রাখতে পারবেনা।
যদি কোনো অপশক্তি বাধা দেয় আমরা প্রয়োজনে আবার মুক্তিযোদ্ধা হয়ে মাঠে নামবো।
এসময় সেখানে মুক্তিযুদ্ধ সন্তান ৭১ পরিবার সহ, আইনজীবী,অধ্যাপক, প্রকৌশলি আরও অনেক রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ লিজেন্ডরা
লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিমের যাত্রা
ইজেনারেশনের শেয়ারের দাম বেড়েছে ৪ গুন
টঙ্গী শিল্প নগরী এখন ছিনতাইকারীদের দখলে
মিয়ানমারের সামরিক জান্তার বিপক্ষে এবার কুটনৈতিক বিদ্রোহ
ঢাকায় বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
ছয় সপ্তাহ পতনের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ফিরল ৬ হাজার কোটি টাকা
সারাবিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে : কৃষিমন্ত্রী