জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২০ ১১:১১:৪১

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সময় টিভি

এবারের নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদা ইয়াসমিন ও কামাল উদ্দিন সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।

দীপক চৌধুরী: পুলিশ কর্মকর্তার মৃত্যু, চিকিৎসালয় নাকি ‘যমালয়’ এটি সিরিয়াসলি দেখতেই হবে ≣ [১] নোয়াখালীতে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ ≣ পুরুষদের খাদ্যাভ্যাসে চিনির পরিমাণ বেশি হলে কমতে পারে শুক্রাণুর মান

যুগ্ম সম্পাদকের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- মাঈনুল আলম, আশরাফ আলী, সৈয়দ আলী আসফার, নাজমুল আহসান ও কল্যাণ সাহা। আর কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। এ ছাড়া ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ূয়া (শেলু বড়ূয়া), শামীমা চৌধুরী ও মনিরুজ্জামান। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন ফরিদা ইয়াসমিন। কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন শ্যামল দত্ত। জাতীয় প্রেস ক্লাব সদস্যদের আলোচনার পর এসব রিপোর্ট অনুমোদিত হয়।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ