ইতিহাসের এই দিনে

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২০ ১২:০৩:৫৭

ইতিহাসের এই দিনে

 আজ ৭ ডিসেম্বর, ২০২০, সোমবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪১তম (অধিবর্ষে ৩৪২তম) দিন। বছর শেষ হতে আরো ২৫ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৮২- টিপু সুলতান ভারতের মহীশুরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
১৮৮৯- পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।
১৮৫৬- রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের গৃহে প্রথম বিধিসম্মত হিন্দু-বিধবা বিবাহ।
১৮৭২- বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।
১৯১৭- মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৭০- সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।
১৯৭২- চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু।
১৯৮৫- ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

জন্ম:

১৮৭৯ – বাঘা যতীন, একজন বাঙালি বিপ্লবী।
১৯২৮ – মার্কিন ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কির জন্ম।

মৃত্যু:

১৭৮২ – মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী।
১৯৯১ – রাজনীতিবিদ আতাউর রহমান খান।
২০১৪ – কিংবদন্তী খলনায়ক খলিল উল্লাহ খান।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ