প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২০ ১০:২৩:৩২ || পরিবর্তিত: ০৭ ডিসেম্বর, ২০২০ ১০:২৩:৩২
চাঁদপুরের মতলব উত্তরে প্রায় ৬০ একর জায়গা জুড়ে মেঘনার তীর ঘেঁষে গড়ে উঠেছে মোহনপুর পর্যটন কেন্দ্র।
দূরদূরান্ত থেকে নদী ও স্থলযোগে পর্যটকরা এখানে এসে ব্যস্ত সময় পার করছেন। উপভোগ করছেন নদী পাড়ের অপরূপ দৃশ্য
শনিবার (৫ ডিসেম্বর) সরজমিনে পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে চলতি অক্টোবর মাস হতে ২০টির মতো বিচ বেড বসানো হয়েছে। আরও রয়েছে খোলা মাঠ, বালু প্রান্তর, ভ্রাম্যমাণ চটপটি-ফুচকা, আচার, চকলেট, চা ও মুড়ি বিক্রেতার হরেক রকমের ছোট ছোট দোকান। এসব দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকে। সন্ধ্যার পর এখানে আলোর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া এখানে অবকাঠামো নির্মাণসহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য বিল্লাল তপাদার প্রজন্মনিউজকে জানান, মোহনপুর পর্যটন কেন্দ্রের অবকাঠামোগত কাজ চলছে। এর মধ্যে রাস্তা, বনায়ন, থিম পার্ক (হুইল, প্রাস ট্রেন, হর্স), সেন্ট্রাল এসিযুক্ত রেস্টুরেন্ট করা হচ্ছে। যেখানে ৫শ লোক একসঙ্গে বসে বুফে এবং বারবিকিউ আইটেমের খাবার খেতে পারবেন।
মোহনপুর পর্যটন কেন্দ্রের ম্যানেজার কাজী জাকির প্রজন্মনিউজকে জানান, ওয়েল ইকুয়েভমেন্টের মাধ্যমে ৫টি পাঁচ তারকা কটেজ, ফুডকোর্ড, বার্মিজ, ঝিনুক এবং ফাস্টফুড আইটেমসহ মোট দেড়শ দোকানসহ মার্কেট, ২শ বেডরুমসহ তিন তারকা আবাসিক হোটেল, মিনি চিড়িয়াখানা ও ৩টি বিচ নির্মাণাধীন রয়েছে। এগুলো সব হয়ে গেলে এটি দেশের অন্যময় পর্যটন কেন্দ্র হবে। তখন হয়তো এখানে ঢুকতে গেলে ১০ বা ২০ টাকার মতো ফি নির্ধারণ করে দেওয়া হবে।
এখানে ঘুরতে আসা পর্যটক ফাতেমা, প্রাণ, রাশেদ,প্রজন্মনিউজকে জানান, কুয়াকাটার মতো এখানেও সূর্যদয় ও সূর্যাস্ত দেখা যায়। বিকেলে মনোরম পরিবেশে নদীর কিনারায় হাঁটতে বেশ ভালো লাগে। পরিবার বা বন্ধুদের নিয়ে সময় উপভোগ করা যায়। তাই দূর দূরান্ত থেকে পর্যটকদের সঙ্গে ঘুরতে আসছে অনেকে। দুপুরে এখানে এসে নদীতে গোসল করা অনেক উপভোগের।
এখানে আসা বাপ্পী, সজল, মুন্না, উজ্জ্বলসহ আরও অনেকে প্রজন্মনিউজকে বলেন, ‘এখানে এসে আমরা দল বেধে গোসল করলাম। নেমে খুব ভালো লাগছে। তবে কিছুটা নিরাপত্তাহীনতা বোধ করছি। কেননা এখানে টয়লেট বা ড্রেস চেঞ্জ করার মতো তেমন ভালো কোনো ব্যবস্থা এখনো করা হয়নি।’
এ ব্যপারে মোহনপুর পর্যটনকেন্দ্রের স্বপ্নদ্রষ্টা কাজী মিজানুর রহমান প্রজন্মনিউজকে জানান, এখানে দ্রুত আর্মির একজন সাবেক মেজরের মাধ্যমে ১শ সিকিউরিটি সার্ভিস গড়ে তোলা হবে। এরসঙ্গে নদীতে নানা রকমের রাইডের ব্যবস্থা, পাবলিক টয়লেট, ড্রেস চেঞ্জের ব্যবস্থা, গাড়ি পার্কিং ইয়ার্ড, সেলফি জোনের ব্যবস্থা করা হবে। আগামী ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় টানা ৩ ঘণ্টা আতশ বাজীর মাধ্যমে এটি উদ্বোধন করার কথা রয়েছে। তাই দ্রুতগতিতে সব কাজ চলছে।
কাজী মিজানুর রহমান প্রজন্মনিউজকে বলেন, ‘এখানে ৬০ একর জমির মধ্যে ৩০ একর আমাদের নিজেদের। সেখানেই আমরা পর্যটনের সব অবকাঠামো নির্মাণ করবো। বাকি ৩০ একর জমি পাউবোর থেকে লিজের জন্য আবেদন করেছি। সেটি লিজ পেলে রাস্তা ও বনায়নের কাজ শুরু হবে। আমরা সংশ্লিষ্টদের কাছে এখানে টুরিস্ট পুলিশ দেওয়ারও আবেদন জানাচ্ছি।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস
হাজী মোহাম্মদ দানেশ কে? তার নামে বিশ্ববিদ্যালয় কেন?
ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া আমাদের মূল চ্যালেঞ্জ : কামাল
একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করে খুলনা বিএনপির বিক্ষোভ
বিএনপি সিদ্ধান্ত নিয়েই এ নির্বাচন বয়কট করছে: কাদের
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে
ইসলামিক অথরিটির সুপ্রিম কাউন্সিলের নির্বাচন সম্পন্ন: অস্ট্রিয়ায়
খুলনা মহানগর যুবদল নেতা বহিষ্কার
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once