প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২০ ১০:৫৬:০৬ || পরিবর্তিত: ০৫ ডিসেম্বর, ২০২০ ১০:৫৬:০৬
স্থানীয়দের কাছে দুর্গন্ধের খবর পেয়ে একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
মাধব দেবনাথ (২৪) নামে ওই যুবককে কয়েকদিন আগে হত্যা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
শনিবার ভোররাতে টেরিবাজার আফিমের গলির একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
যে বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, তা মাধবের মামাত ভাই পিন্টু দেবনাথের বাড়ি।
পিন্টুসহ ওই বাড়ির ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।
মাধব হাজারি গলির একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।
ওসি মহসিন প্রজন্মনিউজকে বলেন, “নিজের স্ত্রীর সাথে মাধবের পরকীয়া ছিল বলে সন্দেহ ছিল পিন্টুর। এ নিয়ে মাধবকে বাসায় ডেকে এনে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি।”
তিনি বলেন, মাধবকে তিন দিন আগে খুন করে লাশ বাসার খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল। লাশের দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পিন্টুর বাসায় তার মা, বাবা, স্ত্রী ও আরও দুই ভাই থাকেন। তারা এখন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
আফগানিস্তানে তিন মহিলা সংবাদ কর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানে ৩ নারী সংবাদকর্মীকে গুলি করে হত্যা!
বিএনপির চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়াতে ফের পরিবারের আবেদন
টিকা ব্যবস্থাপনায় বিশ্ব প্রসংসার মুখে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা দেশের থানাগুলোতে
মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ফারুক ইকবাল
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২