কেশবপুরে সাংবাদিকের স্ত্রী লাঞ্চিত

যশোরের কেশবপুরে সাংবাদিকের স্ত্রী লাঞ্চিত

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২০ ০৭:০৪:০৭ || পরিবর্তিত: ০৪ ডিসেম্বর, ২০২০ ০৭:০৪:০৭

যশোরের কেশবপুরে সাংবাদিকের স্ত্রী লাঞ্চিত

যশোরের কেশবপুরের সাংবাদিক রাজীব চৌধুরীর স্ত্রী লাঞ্চিত হয়েছে। রাজীব চৌধুরী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনা পত্রিকায় কেশবপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন ।
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাতবাড়িয়া গ্রামের মধুসূদন চৌধুরী ওই সাংবাদিকের স্ত্রীকে লাঞ্চিত করেন । এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা করেছে।
সাংবাদিকের স্ত্রীকে লাঞ্চিতের ঘটনায় কেশবপুরের সাংবাদিক মহলে তিব্র ক্ষোভ বিরাজ করছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর রেখে যাওয়া সাতবাড়িয়া মৌজার ৪৫৪ নং খতিয়ানের ৮২৬ নং দাগের জমি সুষ্ঠভাবে বন্টন না করে জোরপূর্বক দখল করে মধুসূদন চৌধুরী বসত ঘর নির্মাণ করতে থাকে।
মঙ্গলবার সকালে খবর পেয়ে মধুসূদন চৌধুরীর ছোট ভাই রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকার ঘর নির্মাণের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মধুসূদন চৌধুরী সুচিত্রা মালাকার কে লাঞ্চিত করে।
এ ব্যাপারে মধুসূদন চৌধুরী বলেন, মারপিট ও শ্লীলতাহানির ঘটনা বানোয়াট ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, গৃহবধুকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রজন্মনিউজ২৪/আক্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ