তিন কোটি ডোজ করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২০ ১১:৪৩:৫১ || পরিবর্তিত: ০১ ডিসেম্বর, ২০২০ ১১:৪৩:৫১

তিন কোটি ডোজ করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার

কোভিড-১৯ এর বিস্তার রোধে  মাস্ক ব্যবহারে আরো কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণকে ৩ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে সরকার। সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে  এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর সিরাম ইন্সটিটিউটটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে ৩ কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইন্সটিটিউট।

সচিব বলেন, ১৬ নভেম্বর অর্থবিভাগ ভ্যাকসিন কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

মন্ত্রীপরিষদ সচিব আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিতরণ বিষয়ে নীতিমালা রয়েছে। সে অনুযায়ীই বিতরণ করা হবে। যে ভ্যাকসিন আসতেছে সেটা মানুষকে বিনা বিনামূল্যে দেয়া হবে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ