করোনা-ভয়ে ভারত যাচ্ছেন না সিদ্দিকুর

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ০৬:৪৩:২৯

করোনা-ভয়ে ভারত যাচ্ছেন না সিদ্দিকুর

অনেকদিন ধরেই খেলার বাইরে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে অনুশীলন চলছে তার। চোখ রেখেছিলেন, ভারতের পেশাদার গলফের (পিজিটিআই) তিনটি প্রতিযোগিতায়। যার প্রথমটি জিভ মিলকা সিংয়ের নামে, হবে ৩ থেকে ৬ ডিসেম্বর চণ্ডীগড়ে। দেড় কোটি টাকার প্রাইজমানির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এ মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়ার কথা ছিল সিদ্দিকুরের। কিন্তু করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত ভারত যাচ্ছেন না এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

সিদ্দিকুরের ভিসা প্রাপ্তি থেকে শুরু করে সবকিছুই ঠিক ছিল। আর্মি গলফ ক্লাবে নিয়মিত অনুশীলনও করে যাচ্ছিলেন। কিন্তু করোনার প্রভাবে তিনি পিছু হটেছেন। এ প্রসঙ্গে সিদ্দিকুর বলেছেন, ‘করোনার কারণে সাহস করতে পারিনি। তাই আমি ভারত যাইনি। সবই ঠিক ছিল। ধরুন এখান থেকে নেগেটিভ হয়ে যাব, যদি ওখানে (ভারতে) পজিটিভ হয়ে যাই, তাহলে কী হবে? তখন তো আমি দেশেও আসতে পারবো না।’

এরপরই এই গলফার বললেন, ‘সবকিছু মিলিয়ে মন টানছিল না। তাই যাইনি। নিজে নিজে ট্রেনিং করে যাচ্ছি এখন।’

চণ্ডীগড়ের পর আসামে ছিল আরও একটি প্রতিযোগিতা। সেটাও হচ্ছে না। তবে কলকাতায় আগামী ১৫ ডিসেম্বর থেকে অন্য প্রতিযোগিতা আছে। সিদ্দিকুর অবশ্য এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী, ‘চণ্ডীগড় ও আসামের প্রতিযোগিতায় তো খেলা হচ্ছে না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হয়তো কলকাতায় যেতে পারি। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করিনি। এখনও আশায় আছি।’

ভারতের পাশাপাশি নতুন করে আবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনার কথা শুনিয়েছেন সিদ্দিকুর, ‘আমেরিকায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেবো। আমার আগেই ভিসা হয়েছে, আমার স্ত্রীরও হয়েছে। এখন ওখান থেকে কোচ পিটারের সবুজ সংকেত পেলেই যাব। কেননা তিনিই তো কোচিং করাবেন আমাকে। কোচ যখন সময় দিতে পারবে, তখনই আমেরিকাতে যাব।’

প্রজন্মনিউজ২৪/মেহেদী

এ সম্পর্কিত খবর

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ