ফিল্ডিংয়ে ডাইভ দিয়ে ওয়ার্নারের চোট

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ০৪:৪৭:৫৩

ফিল্ডিংয়ে ডাইভ দিয়ে ওয়ার্নারের চোট

অস্ট্রেলিয়াকে উদ্বেগের মধ্যে ফেলে দিলেন ডেভিড ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। ভারতের একটি শট ঠেকাতে ডাইভ দিয়ে কুঁচকির চোটে পড়েছেন অজি ওপেনার।

চতুর্থ ওভারে শিখর ধাওয়ান মিড অফে একটি শট খেলেন। ওয়ার্নার ডাইভ দিয়ে তা ঠেকাতে যান। তখনই চোট পান তিনি। নিজের পায়ে দাঁড়াতে মিনিটখানেক সময় লেগেছে তার এবং অস্ট্রেলিয়া ফিজিওদের সহায়তায় মাঠ ছাড়েন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র ওয়ার্নারের চোটের খবর নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় তার স্ক্যান করা হবে।

আগামী বুধবার ক্যানবেরায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। তারপর তিনটি টি-টোয়েন্টি। কিন্তু ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ওয়ার্নারকে পাওয়া নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সম্ভাব্য বদলি ম্যাথু ওয়েড।

এর আগে ওয়ার্নার অস্ট্রেলিয়ার ৩৮৯ রান সংগ্রহে ৮৩ রান করেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই সিরিজ চলার সময়ে চোটে পড়লেন তিনি। সাইড স্ট্রেইনে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন মার্কাস স্টয়নিস।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ