ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে বাংলাদেশের তন্বী

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ০৩:৫৪:১৮

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে বাংলাদেশের তন্বী

 ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’ এ মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ইশরাত জাহান তন্বী। ‘থারকিস্তান’ শিরোনামের একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তন্বীকে বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ফিল্মফেয়ার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

একই ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান দর্শকদের ভোট ও বিচারকদের নম্বরে একজনের হাতে উঠবে পুরস্কারটি। তন্বী সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে তন্বী বলেন, ‌‘এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। এখন অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য।’

বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছেন যারা

তন্বী ১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধ গান শাখায়। ২০০৭ থেকে প্রায় এক দশক ছোট পর্দায় কাজ করেছেন। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। তন্বী বলেন,  আমি স্বপ্নপূরণের পথে। খুবই ভালো লাগছে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ