সেনা প্রত্যাহারের আগে সোমালিয়া সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ০২:৩০:০৪ || পরিবর্তিত: ২৯ নভেম্বর, ২০২০ ০২:৩০:০৪

সেনা প্রত্যাহারের আগে সোমালিয়া সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সোমালিয়া থেকে মার্কিন প্রশাসন চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে তবে তার আগে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার দেশটির সফরে গেছেন।

সোমালিয়ায় আমেরিকার ৭০০ সেনা মোতায়েন রয়েছে এবং আগামী ২০ জানুয়ারির আগেই তাদেরকে প্রত্যাহার করা হবে। তবে কোনো কোনো মাধ্যম থেকে দাবি করা হচ্ছে যে, সব সেনা প্রত্যাহার করা না হলেও বেশিরভাগ সেনা প্রত্যাহার করা হতে পারে।

শনিবার সংক্ষিপ্ত ঘোষণার মধ্যদিয়ে মিলার সোমালিয়া সফর শুরু করেন এবং সেখানে তিনি মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি বৃহস্পতিবার জিবুতি পৌঁছান এবং সেখানেও মার্কিন সেনাদের সঙ্গে বৈঠক করেন।

বিভিন্ন দেশে ৮০০’র বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটির মাধ্যমে সারাবিশ্বে মার্কিন শোষণ ও লুটপাট নিশ্চিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

গত ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনকার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন এবং তার জায়গায় ক্রিস্টোফার মিলারকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ