প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ১২:০৯:১৮
বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে রাঙ্গামাটির সাজেক থানার আওয়াধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) অভিযান চালিয়ে ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।
জানা যায় যে, বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় তল্লাশি চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে উপজাতীয় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সূত্র জানায়, সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নে ২২ নভেম্বর থেকে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করছে। এর অংশ হিসেবে শনিবার সকাল আনুমানিক পৌনে এগারটায় এই অভিযান পরিচালনা করে।
আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ওই এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানা যায়।
মোবাইল ফোন উদ্বারের নামে পুলিশের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল
ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট
আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে হুজির হাল ধরেন ফখরুল
বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের উপর হামলা
মিত্র দেশ ৩২১টি ট্যাংক দেবে ইউক্রেনকে
ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে চালক নিহত
সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটো চালক নিহত