করোনায় টিকামন্ত্রী নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ১১:১৬:১৭

করোনায় টিকামন্ত্রী নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে একান্তভাবে কাজ করতে টিকামন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদার নাদিম জাহাউই করোনার টিকার উন্নয়ন ও বিতরণসহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। আগামী গ্রীষ্ম পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তার কাজের অগ্রগতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের কাছে প্রতিবেদন দাখিল করবেন ইরাকি বংশোদ্ভূত নাদিম।

এদিকে ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, মধ্য ডিসেম্বরের আগেই করোনার টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা। প্রথম ধাপেই টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। 


প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ